ঢাকাবৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতার সৃষ্টি : ৫ ব্যবসায়ীকে জরিমানা

দৈনিক আমার হবিগঞ্জ
ডিসেম্বর ৩০, ২০২১ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃজাকির হোসেন মাধবপুর প্রতিনিধি :   হবিগঞ্জে মাধবপুর বাজারে ৫টি প্রতিষ্ঠানকে অভিযান চালিয়ে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ) দুপুরে মাধবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় দোকানে বাইরে রাস্তার উপরে দোকানের বিভিন্ন মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৫জন দোকানীকে ১ হাজার টাকা জরিমানা করা হয় ও অন্যান্যদের সতর্ক করা হয়।

ছবি : অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, বাজারে ভিতরে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ৫জন ব্যবসায়ীকে ২০০টাকা করে মোট একহাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। তবে আমাদের অভিযান চলমান থাকবে।

Developed By The IT-Zone