হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেলের চাপায় শেরু মিয়া (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে । জনতার সহযোগিতায় থানা পুলিশ মোটরসাইকেল চালকসহ তিন আরোহীকে আটক করেছে। বৃহস্পতিবার (৭জুলাই) উপজেলার চৌমুহনী হতে ধর্মঘর-হরষপুর সড়কের দেবপুর মদিনা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য মতে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী-বহরা হতে মোটরসাইকেল নিয়ে ধর্মঘর-হরষপুর সড়কপথে দ্রুত গতিতে যাচ্ছিলেন মোটরসাইকেলের ৩ আরোহীরা
দেবপুর মদিনা মার্কেট এলাকায় পৌঁছালে রাস্তার সাইডে তাকা পথচারী শেরু মিয়ার উপর চলন্ত অবস্থায় তোলে দেয়। এতে চলন্ত মোটরসাইকেল এর চাপায় গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নেওয়া পথে রাস্তায় শেরু মিয়া মারা যায়।
ঘটনাস্থলেই উৎসব জনতা ও মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলের চালকসহ ৩ আরোহীকে আটক করা হয়। নিহত পথচারী শেরু মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামের মৃত আব্দুল আলীম এর ছেলে।
এ বিষয়ে নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক।