মোঃ জসীম উদ্দিন মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের অন্তর্গত সাহাপুর নামক স্থানে মার লিমিটেড নামে একটি কোম্পানির অবস্থিত। কোম্পানিটির সাথে দীর্ঘদিন যাবত এলাকাবাসীর দ্বন্দ্ব চলে আসছে। বিভিন্ন সময় আন্দোলন ভাঙচুর মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দিয়েও রেহাই পাচ্ছে না এলাকার মানুষ। তাছাড়া এলাকার কিছু অসাধু মানুষদের তারা হাত করে চালিয়ে যাচ্ছে তাদের অনৈতিক কর্মকান্ড।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মার লিমিটেড কোম্পানির পচা পানি তাহার সংলগ্ন একটি খাল দিয়ে সূচনা লগ্ন থেকে প্রবাহিত করে আসছেন। এই পানি দ্বারা ক্ষয়ক্ষতি হচ্ছে আশেপাশের সমস্ত এলাকার লোকজন পশুপাখি সহ সবকিছু। কোম্পানির দ্বারা নির্গত পানির দ্বারা প্রতিদিন মারা যাচ্ছে শত শত পশুপাখি হাঁস-মুরগি গরু-ছাগল সহ বিভিন্ন জীবজন্তু। এর দুর্গন্ধে এলাকার মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

এলাকাবাসী আরও জানান, ওই পানির দ্বারা এক্তিয়ারপুর শ্রীমন্তপুর দাসপাড়া গোপীনাথপুর ছাতিয়াইন শিমুলঘর পিয়াইম সাকুচাইল সহ আশেপাশের অন্তত ১২থেকে ১৫ টি গ্রাম। তাছাড়া ফসলি জমির উপরে পানি উঠার কারণে প্রতিবছরই ধানের ফলন কমে যাচ্ছে ফলে দেখা দিয়ে যাচ্ছে এলাকায় খাদ্যের সংকট সহ নানাবিধ সমস্যা।
তাছাড়া ওই পানি যে কাল দিয়ে প্রবাহিত হয় সেই সেকালের পার্শ্ববর্তী রাস্তাটি পচা পানির কারণে ভেঙ্গে একাকার হয়ে যাচ্ছে। রাস্তাটি নোয়াপাড়া ইউনিয়ন ও ছাতিয়ান ইউনিয়নের মধ্যবর্তী হওয়াতে বিভিন্ন কারণে সংস্কার করা হয়নি দীর্ঘদিন যাবৎ।
পৃথিবী ব্যাপী মহামারী এক অরুনা ভাইরাসের আতঙ্কের মধ্যে এই কোম্পানির দ্বারা সৃষ্ট দুর্যোগ এলাকাবাসীর জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। কোম্পানিটি বন্ধ করে এলাকার হাজার হাজার মানুষের জীবনের নিশ্চয়তা বিধান করতে এলাকাবাসীর আহ্বান’।