রুবেল, মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বিনামূল্য ভিজিডি’র চাল বিতরণ করা হয়।
বুধবার (২৪ মার্চ) সকালে আদাঐর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আদাঐর ইউনিয়নের ১৫৯ হত দরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি হারে এই চাল বিতরণ হয়।

ছবি : মাধবপুরে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে
এ সময় উপস্থিত ছিলেন ৪নং আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ইউ/পি সচিব, ইউ/পি সদস্য সহ আরো অনেকে।