ঢাকামঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা ফুল ইসলামের মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাকির হোসেন,মাধবপুর
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার মেহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম ফুল ইসলামের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনাম খান, ধর্মঘর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ আরিফ হোছাইন, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ পারুল, বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া, নুরুল আহমেদ খাঁ, ইদ্রিস আলী ওরফে দুলা মিয়া, আব্দুল আওয়াল, নুরুল আমিন, ইউপি সদস্য ইয়াজ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান মরহুম বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য- দীর্ঘদিন বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা ফুল ইসলাম। মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী,এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

Developed By The IT-Zone