ঢাকাশুক্রবার , ১২ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

জালাল উদ্দিন লস্কর
আগস্ট ১২, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১১আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার কড়রা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের কড়রা বাড়ী থেকে সুমনকে ডেকে নিয়ে যাওয়া হয়। রাত ১০টার দিকে নয়াপাড়া বাজারের পূর্ব দিকে একটি ধানের মিলের সামনে নিয়ে সুমনকে কুপিয়ে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান আছে। খুব শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করা হবে।

Developed By The IT-Zone