ঢাকাশনিবার , ৪ ডিসেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বাস মোটরসাইকেল সংঘর্ষ : নিহত ১

অনলাইন এডিটর
ডিসেম্বর ৪, ২০২১ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি : মাধবপুুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন।

 

ইয়াছিন তন্ময়, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাগ্নে জহিরুল ইসমাল গুরুত্বর আহত হয়েছেন।

শুক্রবার (০৩ ডিসেম্বর) রাত ৭টার দিকে  ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকায় এঘটনা ঘটে। মাধবপুর থানার এস আই সামসুল আরেফিন জানান,রাত সাতটার দিকে ঢাকা থেকে মৌলভীবাজার গামী এনা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় উল্লেখিত স্হানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মূখোমূখি সংঘর্য হয়।

এসময় মোটর সাইকেলটির একটি অংশ বাসের নিচে ঢুকে পড়ে। এতে  মোটর সাইকেল আরোহী মাধবপুর উপজেলার রামপুর গ্রামে মৃত গেদু মিয়ার ছেলে  রিপন মিয়া (৩০) ঘটনাস্হলে নিহত ও তার ভাগ্নে নাসিরনগর উপজেলার পুর্বভাগ গ্রামে নাসিম মিয়ার জহিরুল ইসলাম গুরুত্বর আহত হন।

আশংকাজনক অবস্থায় জহিরুল ইসলাম কে ঢাকায় পাঠানো  হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বিঘ্ন ঘটে। খবর পেয়ে শায়েস্তাগন্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে যানচলাচল স্বাভাবিক করে। শায়েস্তাগন্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

Developed By The IT-Zone