ঢাকাবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গুলোতে বায়োমেট্রিক হাজিরা চালু

জাকির হোসেন,মাধবপুর
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছে। বুধবার (১লা ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ১ নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, মাধবপুর পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মানিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পংকজ কুমার সাহা, সদস্য সাংবাদিক নাহিদ মিয়া, কাউন্সিলর স্বপ্না পাল, মোবারক উল্লাহ, প্রধান শিক্ষক সন্তুষ পাল, শিক্ষক ডলি প্রভা রায়, সজ্জিতা মোদক, নার্গিস আক্তার প্রমূখ।

পরে পর্যায়ক্রমে মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাই আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছে ।

Developed By The IT-Zone