মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার উদ্যোগে বৃহস্পতিবার (৫আগস্ট) করোনা কালীন সময়ে সকল নিয়মকানুন মেনে ও দূরত্ব বজায় রেখে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মদিন পালন করা হয়েছে। এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ছবির স্মৃতির সামনে দাঁড়িয়ে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছবি : শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহিউদ্দিন আহম্মেদ,শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক এ এইস এম ইশতিয়াক আল মামুন সহ আনসার বাহিনী।
শ্রদ্ধা বিনম্র ও কৃতজ্ঞতা প্রকাশের পরে মাধবপুর কর্তৃক ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক হিসেবে সম্মাননা পেলেন সুভাষ চন্দ্র দেব,সুকোমল রায়।