পিন্টু অধিকারি মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ মাধবপুর উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৭০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক চোরাচালানের কাজে ব্যাবহৃত দুটি পিকআপ ভ্যান সহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) সকাল ৬:৪০ টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে জগদীশপুর মনতলা রোডের নোয়াহাটি এলাকায় টমেটো বোঝাই একটি পিকআপ ভ্যানে ( মৌলভীবাজার ন:১১-০২৩০) তল্লাশি চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভ্যান ড্রাইভার সহ মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পৃথক আরেক অভিযানে সোমবার (২০ এপ্রিল) সকাল ৭ টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সামনে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা সহ মো: বিপ্লব সর্দার (৩৮) ও মো: বাহার মিয়া ( ৩৫) নামে দুই মাদক পাচারকারীকে আটক করে।এসময় মাদক চোরাচালানের কাজে ব্যাবহৃত পিকআপ ভ্যানটি ( ঢাকা মেট্রো ন-১৪-৩২১২) আটক করে পুলিশ। মো: বিপ্লব সর্দার গোপালগঞ্জ জেলার মুকছেদপুর উপজেলার চন্ডিবর্দি পাইলট স্কুল এলাকার নুরুজ্জামান সর্দারের ছেলে। বর্তমানে সে ঢাকার গাবতলি বড় বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করে। মো: বাহার মিয়া কুমিল্লা জেলার লালমাই থানার উৎসব পদুয়া গ্রামের সর্দার বাড়ির আব্দুল মজিদের ছেলে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক দুটি অভিযান চালিয়ে আমরা ৭০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছি ও ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছি এবং মাদক চোরাচালানের কাজে ব্যাবহৃত দুটি পিকআপ ভ্যান আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।