জালাল উদ্দিন লস্করঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাধবপুর থানা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রবিবার (২৬সেপ্টেম্বর ) দুপুরে মাধবপুর থানা কম্পাউন্ডে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুর রাজ্জাক।

ছবি : মাধবপুরে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশের সভা অনুষ্ঠিত হয়েছে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(মাধবপুর-চুনারুঘাট) সার্কেল মহসিন আল মুরাদ।উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুনীল দাস ও সাধারণ সম্পাদক লিটন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শান্তিপূর্ন পরিবেশে নির্বিঘ্নে পূজা অনুষ্টান উদযাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেওয়া হয়।