ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে পল্লী বিদ্যুতের ভেলকি বাজিতে অতিষ্ঠ্য জনজীবন

দৈনিক আমার হবিগঞ্জ
জুন ২৫, ২০২০ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ইয়াছিন তন্ময়,মাধবপুর প্রতিনিধি  :  মাধবপুরে বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ বাড়ছে। করোনা মহামারীতে ক্ষণে ক্ষণে বিদ্যুতের আসা-যাওয়ায় অতিষ্ঠ্য ঘরবন্দি মানুষ। সঞ্চালন ব্যবস্থায় ত্রুটি, খুটি পরিবর্তন এবং ট্রান্সফরমার বিকল হওয়ার ঘটনা এখন নিত্যদিনের। এই গরমে মাধবপুরের অনেক এলাকায় বিদ্যুৎ থাকছে না। আছে লো-ভোল্টেজের সমস্যাও। করোনা সংক্রমণ ঠেকাতে পৌর শহর সহ মাধবপুরের বিভিন্ন এলাকায় শাটডাউনে বন্ধ দোকান পাট, মার্কেট, বিপণীকেন্দ্রসহ অনেক প্রতিষ্ঠান। বিদ্যুতের চাহিদাও কমেছে। এরপরও বিদ্যুতের এমন ভেলকি বাজি। গরম যত বাড়ছে বিদ্যুতের আসা-যাওয়া বাড়তে থাকে। প্রতিদিন ই অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

 

কোথাও ঘণ্টায় কয়েকবার বিদ্যুৎ চলে যায়। প্রায় প্রতিদিনই কোন না কোন এলাকায় এ সমস্যা হচ্ছে। মাধবপুর উপজেলার গ্রামে গুলির বিদ্যুত এর ভেল্কিবাজির অবস্থা আরও বেশি শোচনীয়।

এতে জন দুর্ভোগ বাড়ছে। বিদ্যুৎ না থাকায় ঘরবন্দি মানুষের দিন কাটছে অসহনীয় যন্ত্রনায়। গরমে কাহিল অসুস্থ, বৃদ্ধ এবং শিশুরা বেশি কষ্ট পাচ্ছে। উপজেলার অনেক এলাকায় হাসপাতালসহ জরুরি সেবায়ও চলছে বিদ্যুতের ভেল্কিবাজি। ভোল্টেজ উঠা নামায় নষ্ট হচ্ছে বৈদ্যুতিক সামগ্রী।


জানা যায় , বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে বড়সর বাজেটও বরাদ্দ হয়। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। গ্রাহকরা বলছেন হাজার হাজার কোটি টাকার সুফল কই। হবিগঞ্জ পল্লীবিদ্যুত সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের আওতাধীন এলাকার গ্রাহক নিজাম উদ্দিন বলেন মাধবপুর পৌর এলাকা লকডাউন এছাড়া বিকেল ৪টার পরে উপজেলার সব বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। এরপরও কেন লোডশেডিং?

এ প্রসঙ্গে মোবাইল ফোনে কথা হলে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের ডি,জি,এম মোশারফ হোসেন দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন, মাধবপুরে বিদ্যুতের কোন ঘাটতি বা লোডশেডিং নেই। তবে কিছু কিছু এলাকায় সঞ্চালন ব্যবস্থা বিগড়ে যাওয়া বিদ্যুৎ চলে যাচ্ছে ,আমাদের ঠিকাদাররা খুটি পরির্তনসহ বিভিন্ন উন্নয়নের কাজ করছে,তবে সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি |

Developed By The IT-Zone