মোঃজাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। মৃত মফিজুর রহমানের বীমা দাবীর ১ লক্ষ ২১ হাজার ৮৭৫ টাকার চেক তার নমিনীর হাতে তুলে দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (৩জুন) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেক হস্তান্তর উপলক্ষ্যে ইউনিয়ন চেয়ারম্যান আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানির এরিয়া প্রধান মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চীফ জোনাল ম্যানেজার সেলিম খাঁন, চুনারুঘাট জোনের প্রধান অজিত দাস।