শিশু মোহন দাস মাধবপুরঃ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা (পালপাড়া) পূর্ব বীজ হইতে সুলতানপুর হয়ে শাহপুর পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার কাজে শুরু থেকেই অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। রাস্তা তৈরির কাজের ঠিকাদার ও তার লোকজন কাজে দুর্নীতি করে আসছে বলে জানা গেছে। নিয়মবহির্ভূত ভাবে কাজ করা হচ্ছে এই রাস্তায়। এমকি রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে নিম্ন মানের সামগ্রী । জানা যায়, রাস্তটির বক্সে বালু দিয়ে ভরাট করার পরিবর্তে মাটি দিয়ে ভরাট করে কাজ করেছে শ্রমিকরা। রাস্তার পাশে গাইড ওয়ালের কাজে ব্যবহার করা হয়েছে দুই নাম্বার ইট।

ছবি : মাধবপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে করা হচ্ছে রাস্তার কাজ
বর্তমানে কংকিট পালানোর পরে যে বালু ব্যবহার করা প্রয়োজন তাতে স্বচ্ছ বালু ব্যবহার হচ্ছে না। ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি নিশ্চিত বালু ব্যবহার হচ্ছে। এতে রাস্তার কাজ টিকসই হচ্ছে না। এই অনিয়মের ফলে রাস্তা নির্মানের কিছু দিনের মধ্যেই রাস্তাটি ভেঁঙ্গে যেতে পারে। সুলতানপুর গ্রামবাসীর পক্ষে সাবেক মেম্বার আব্দুর রহমান চৌধুরি, হেলাল মিয়া, ফিরোজ মিয়া দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন, রাস্তাটির কাজে শুরু থেকেই অনিয়মে হচ্ছে। আমরা কাজে বাধা দিয়েছি।
এলাকার কয়েক জন প্রভাবশালীকে হাত করে ঠিকাদারের লোকজন কাজ চালিয়ে যাচ্ছে। কাজে দুর্নীতি হচ্ছে এলাকার সাধারন লোকজন কাজে বাধা দিলে ঠিকাদারের লোকজন কোনো কর্নপাত করতে রাজি নয় । রাস্তার কাজের অনিয়ম প্রসঙ্গে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। রাস্তার কাজে এমন অনিয়ম হলে নির্মানে কিছু দিনেই রাস্তার বিনষ্ট হতে পারে। রাস্তার কাজ যাতে সঠিক নিয়ম মেনে নির্মান করা হয় প্রশাসনের কাছে এলাকাবাসী দাবি জানিয়েছে।