পবিত্র দেব নাথ (মাধবপুর প্রতিনিধি) : হবিগন্জের মাধবপুরে ডাক্তার, ব্যাংক কর্মকর্তা, পুলিশসহ আরো ২২ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে মাধবপুর উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৫ জন । এরমধ্যে ১ জন নারী মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে নির্বাচন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সিনিয়র নার্সসহ ১১ জন সুস্থ হয়েছেন।

সোমবার (২২জুন) রাতে ঢাকা থেকে আসা রিপোর্র্টে সোনালী ব্যাংকের ব্যাবস্থাপক, কৃষি ব্যাংকের এক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, মাধবপুর থানার দুই এসআইসহ ৮ জন পুলিশ সদস্যসহ মোট ২২ জনের করোনা পজিটিভ আসে। এনিয়ে মাধবপুর থানার ৪ জন এসআইসহ ১৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন সোমবার রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চত করেছেন।