হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি ) সকালে ধর্মঘর ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ পারুল ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিস সহকারী ও ট্যাগ অফিসার হুমায়ুন কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা মেজবাহওল আলম চৌধুরী, ডিলার প্রতিনিধি সন্তোষ দাস সহ ধর্মঘর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ও পুরুষ ইউপি সদস্যগণ।
ন্যায্য মূল্যের টিসিবি কার্ডধারীদের মাঝে ৪২০ টাকায় ২ কেজি ডাল, ১ কেজি চিনি ও ২ লিটার সোয়াবিন তেল বিক্রি করা হয়।
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের -১১৪২ জন ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুস্থ সুন্দর পরিবেশে ডিলার মেসার্স ডায়না ট্রেডার্স কতৃক টিসিবি’র পণ্য সংগ্রহ করেছেন।