জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ভ্রাম্যমান করোনা সচেতনতা বিষয়ক কার্যক্রমের অংশ হিসাবে শুক্রবার (২৮জানুয়ারি) মাধবপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে প্রচারনা চালানো হয়েছে।
মাধবপুর উপজেলা সদর,মাজারগেইট,শাহজীবাজার,শাহপুর নতুন বাজার,বেঙাডুবা,জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর,মাধবপুর বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় দিনভর এই প্রচারনা কার্যক্রম চালানো হয়। ক্রমাবনতিশীল করোনা পরিস্থিতিতে নিয়মিত মাস্ক ব্যবহার,স্বাস্থ্যবিধি মেনে চলা সহ সকলপ্রকার সতর্কতা অবলম্বনের আহবান জানানো হয়।
মাধবপুর উপজেলা পরিষদের গেইটের সামনে থাকা তথ্য অফিসের গাড়ীর কাছে গিয়ে প্রচারনাকর্মী জগদীশ দেবনাথের কাছে অনেক উৎসুক মানুষকে লিফলেট খুঁজতে দেখা যায়।
এ বিষয়ে জেলা তথ্য অফিসার পবন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি আমার হবিগঞ্জকে বলেন,পরবর্তীতে লিফলেট বা হ্যান্ডবিল আকারে সচেতনতা বার্তা প্রচারের চিন্তাভাবনা করা হবে।