ঢাকাসোমবার , ২ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে জাতীয় ভোটার দিবস পালিত

দৈনিক আমার হবিগঞ্জ
মার্চ ২, ২০২০ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জহিরুল ইসলাম (লিটন পাঠান), মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি  :   হবিগঞ্জের মাধবপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (২রা মার্চ) সকালে উপজেলা হতে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহাজাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান, পৌর সচিব আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, মাধবপুর প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান ও সাংবাদিক মোঃ লিটন পাঠান। মাওলানা আছাদ আলী কলেজের সহকারী অধ্যাপক আব্বাছ আলী মিজান প্রমুখ। বক্তারা বাংলাদেশের বিভিন্ন কাজে ভোটার হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

Developed By The IT-Zone