মাধবপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। শুক্রবার (১৭মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান।
আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব,শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ত্বোয়াহা ইয়াসিন হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,যুব লীগ সভাপতি মোঃ ফারুক পাঠান,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক শংকর পাল চৌধুরী প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯ টায় মাধবপুর উপজেলা কমপাউন্ডে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান।