রবেল,মাধবপুর প্রতিনিধি : মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কিশোর কিশোরী ক্লাব দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাধবপুরে।
করোনা চলাকালীন সময়ে ক্লাবগুলো সাময়িক বন্ধের পর নতুন করে ক্লাব শুরু হলে শিক্ষার্থীরা খুবই মনযোগ সহকারে ক্লাস করছে। মাধবপুর উপজেলার পৌরসভা সহ ১২টি ক্লাবের মধ্যে প্রথম থেকে ৭টি ক্লাব সচল থাকলেও শিক্ষক সংকটের কারণে বর্তমানে ৫টি ক্লাব চলছে। এর প্রত্যেকটি ক্লাবে ১জন সংগীত শিক্ষক ও ১ জন আবৃত্তি শিক্ষক প্রতি ৪টি ক্লাবে ১জন জেন্ডার প্রোমোটার ক্লাস নেন।
ক্লাবগুলোতে কিশোর কিশরীদের নানা ধরণের শিক্ষা দেওয়া হয়। কিশোর কিশোরীদের জেন্ডার ভিত্তিক ধারণা প্রদান, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। এছাড়াও ক্লাবে সংগীত আবৃত্তি শিক্ষা , দাবা, ক্যারাম,লুডু ইত্যাদি খেলাধুলাসহ শারীরিক ব্যায়াম করানো হয়।

ছবি ; মাধবপুরের কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ
ক্লাবে এসে কিশোর-কিশোরীদের মাঝে নানা ধরণের পরিবর্তন দেখা যাচ্ছে। তারা নিজেদেরকে নানাভাবে বুঝার চেষ্টা করছে। বিভিন্ন ধরণের প্রতিবাদের ধারণা জাগ্রত হচ্ছে। বিনামূল্যে গান আবৃত্তি শিখতে পারছে।
শিক্ষাত্রীদের পরবিার থেকে ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে। একজন অভিভাবকের সাথে কথা হলে তিনি আমাদের জানান, যদি কোনো শিক্ষক রেখে আমাদের সন্তানদের গান, আবৃত্তি শিখানো হতো তাহলে মাসে কমপক্ষে ৪ থেকে ৫ হাজার টাকা দিতে হতো কিন্তু কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে বিনামূল্য এগুলো শিখতে পারছে।
গান, আবৃত্তিসহ আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। এর সাথে বাংলাদেশ সরকারসহ মহিলাবিষয়ক অধিদপ্তেরের সকলকে ধন্যবাদ জানান তিনি।