ঢাকাবৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে চায়না দোয়ারি রিং ও কারেন্ট জাল ভস্মীভূত

জালাল উদ্দিন লস্কর
আগস্ট ১১, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুরে উপজেলা মৎস্য অফিস বিভিন্ন প্লাবনভূমিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চায়না দোয়ারি রিং জাল ও কারেন্ট জাল আটক করেছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার আবু আসাদ মোঃ ফরিদুল হক।

বৃহস্পতিবার (১১আগস্ট) সোনাই নদী, খাষ্টি নদী, ধনকুড়া,মাঝি সাইর,বানেশ্বর, মাহমুদপুর ও ঘাগড়াবাড়ি প্লাবনভূমিতে অভিযান পরিচালনা করে ৩২ পিস চায়না দোয়ারি রিং জাল ও ৩৭ পিস কারেন্ট জাল আটক করা হয়।

আটককৃত ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪ লাখ ১২ হাজার ৫শ মিটার জাল মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের উপস্থিতিতে পুড়ানো হয়।

মৎস্য অফিসার আবু আসাদ মোঃ ফরিদুল হক জানান দেশের মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য অফিস এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Developed By The IT-Zone