হবিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে মাধবপুর থানার মামলা নং- ৬/৪৫২ তারিখ- ০৬/১২/২০২১ ইং ধারা- ৩২৩/৩৮০ দঃবিঃ তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) ৯(৩)/৩০ একজন গণধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার এখতিয়ারপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে মোঃ দুদ মিয়া (৩৫)।
র্যাব-৯ মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানান,পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।