ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গ্রামপুলিশদের মধ্যে শীত বস্ত্র বিতরণ

দৈনিক আমার হবিগঞ্জ
ফেব্রুয়ারি ৪, ২০২০ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জহিরুল ইসলাম (লিটন পাঠান), মাধবপুর  :  হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সহযোগিতায় মাধবপুর উপজেলার শতাধিক গ্রাম পুলিশের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন শীতার্থ গ্রাম পুলিশদের হাতে শীত বস্ত্র তুলে দেন।

গ্রাম পুলিশ জলফু মিয়া জানান প্রায় ২০ বছর যাবত চাকুরিতে আছি।কোন পুলিশ সুপারের কাছ থেকে উপহার হিসেবে শীত বস্ত্র পাওয়া এটাই আমাদের প্রথম। গ্রাম পুলিশ ছোবান মিয়া বলেন, আমরা সাধারণ চাকুরি করি আমাদের কথা কেউ ভাবেনি। প্রচন্ড শীতের মধ্যে অনেক সময় ডিউটি করি। এমন চৌকিদার আছেন শীতবস্ত্র কেনার সামর্থ নেই। এসপি স্যার আমাদের কষ্টের দিক চিন্তা করে শীতবস্ত্র দিয়েছেন। এমন মানবিক স্যার এর জন্য আমরা দোয়া করি।

Developed By The IT-Zone