মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ ৬ কেজি ৭শ গ্রাম গাঁজাাসহ আব্দুল কাদের (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৪জুলাই) সকালে তেলিয়াপাড়া ফাঁড়ির এএসআই জিয়াউদ্দিনের নেতত্বে পুলিশ তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে ৬কেজি ৭শগ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করেন।

ছবি : মাধবপুরে গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের আব্দুল হামিদের ছেলে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।