ঢাকাবুধবার , ১৬ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে কিশোর কিশোরী ক্লাবে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

দৈনিক আমার হবিগঞ্জ
জুন ১৬, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি :  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে আজ বুধবার মাধবপুর উপজেলার ১২ টি কিশোর-কিশোরী ক্লাবের মাঝে ২ লাখ টাকা মূল্যমানের বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (১৬জুন) দুপুরে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার  ফাতেমা-তুজ-জোহরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা।

ছবি : মাধবপুরে কিশোর কিশোরী ক্লাবে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে

বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে হারমোনিয়াম,তবলা, ক্যারম-বোর্ড লুডু ইত্যাদি।কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা ও মানসিক বিকাশে এসব সামগ্রী কাজে আসবে বলে ইউএনও ফাতেমা-তুজ-জোহরা দৈনিক আমার হবিগঞ্জকে জানান।

Developed By The IT-Zone