হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুন) সকাল ১১টায় ধর্মঘর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো:ফারুক আহমেদ পারুল’র সভাপতিত্বে ও সচিব গোপেশ চন্দ্র শীল এর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিজিবি’র ধর্মঘর বিওপি’র নায়েক সুবেদার ফজলু হক,কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই কামরুজ্জামান, ধর্মঘর ইউপির পরিবার পরিকল্পনা পরিদর্শক ইলিয়াস মিয়া, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ,
ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক মাসুদুল হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক আক্তার হোসেন, দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র প্রধান শিক্ষকা আছমা বেগম, কাজির চক নেছারিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা বাহার উদ্দিন ফারুকী হুজুর, যুবলীগের সভাপতি মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা মুসলেউদ্দিন, ধর্মঘর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি , সদস্য সাংবাদিক জাকির হোসেন প্রমূখ।