মাধবপুরে ২০ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আপক করেছে পুলিশ। বুধবার (২৫ জানুয়ারী) সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকা থেকে সোহেল ভৌমিজ নামের মাদক ব্যবসায়ীকে ২০ কেজি গাজা সহ আটক করেছেন মাধবপুর থানার এএসআই নাসির উদ্দিন।
আটক সোহেল ভৌমিজ চুনারুঘাট উপজেলার গারোটিলা গ্রামের গাজিলাল ভৌমিজের পুত্র। এসময় অজ্ঞাতনামা অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। ওসি আব্দুর রাজ্জাক জানান মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে আছে। কোনো ছাড় নেই।