ঢাকাবৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের ছাতিয়াইনে ৮ চেয়ারম্যান প্রার্থী : ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

দৈনিক আমার হবিগঞ্জ
ডিসেম্বর ২৩, ২০২১ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

জালাল উদ্দিন লস্কর :  আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে মাধবপুর উপজেলার ১০ নং ছাতিয়াইন ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৮ জন।
ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মোট ভোটার ১৬ হাজার ৮৩৮।পুরুষ ভোটার  ৮ হাজার ৮১৬ ও মহিলা ভোটারের সংখ্যা ৮ হাজার ২২ জন।৯ টি ওয়ার্ডে গ্রামের সংখ্যা ১০টি।২০১৬ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৩ জন।
সেই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থী সাবেক চেয়ারম্যান খায়রুল হোসাইন মনুকে ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন শহীদ উদ্দিন আহম্মদ। তৃতীয় হন মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। কাসেদ ১৯৯৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।খায়রুল হোসাইন মনু মৃত্যুবরন করেছেন।
এবার খায়রুল হোসাইন মনুর স্ত্রী মহিলা আওয়ামী লীগ নেত্রী সদ্য পদত্যাগী জেলা পরিষদ সদস্য ফাতেমা-তুজ-জোহরা রীনা আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। মিনহাজ উদ্দিন চৌধুরী (ঘোড়া) ও বর্তমান চেয়ারম্যান শহীদ উদ্দিন আহম্মদ(আনারস) ছাড়া আরো ৫ জন প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে।তারা হলেন কেএম বায়েজিদ(টেবিল ফ্যান),জিয়াউর রহমান(অটোরিক্সা),মহিবুর রহমান(মোটরসাইকেল),রোকন মিয়া(চশমা) ও মানিক মিয়া খান (লাংগল)।
কেএম বায়েজিদ ২০১১ সালের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন। জিয়াউর রহমান,মহিবুর রহমান,রোকন মিয়া ও মানিক মিয়া খান এবার প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন। রাজনীতি অভিজ্ঞ মহলের মতে নতুন প্রার্থীরা নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারবেন না। একবার নির্বাচন করার অভিজ্ঞতা থাকলেও নিজ ওয়ার্ড থেকে আরো ২ জন (জিয়াউর রহমান ও মহিবুর রহমান )প্রার্থী হওয়ায় এবারের নির্বাচনে কেএম বায়েজিদও গতবারের মত চমক দেখাতে পারবেন না বলে তাদের ধারণা।
রোকন মিয়া ছাতিয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শহীদ উদ্দিন আহম্মদের আপন বড় ভাইয়ের ছেলে। রোকনের প্রার্থী হওয়া শহীদ উদ্দিন আহম্মদের ভোটে কোনোরকম প্রভাব ফেলতে পারবে না বলেও মনে করছেন তারা। মানিক মিয়া খানের তেমন জনপ্রিয়তা ও পরিচিতি না থাকায় তিনিও উল্লেখযোগ্য সংখ্যক ভোট টানতে পারবেন না।শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকতে পারে শহীদ উদ্দিন আহম্মদ,ফাতেমা-তুজ-জোহরা রীনা ও মিনহাজ উদ্দিন চৌধুরীর মধ্যে এবং ৩ জনের যে কেউ চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন।
বর্তমান চেয়ারম্যান শহীদ উদ্দিন আহম্মদ ২০১৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন। ৫ বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনেরর অভিজ্ঞতা,সাধারণ জনগনের সাথে সু-সম্পর্ক ও উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে ইউনিয়ন জুড়েই তিনি নিজস্ব একটা বলয় তৈরী করতে পেরেছেন।
স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের সুবৃহৎ অংশটি তার সাথে থাকায় তার অবস্থান বেশ সুসংহত।তার সমর্থকেরা মনে করছেন এবারের নির্বাচনেও জনগন তাকেই চেয়ারম্যান নির্বাচিত করবেন। একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সাবেক চেয়ারম্যান ও একসময়ের অপ্রতিরোধ্য জনপ্রিয় বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদের পুরো ইউনিয়নেই একটি সুবিস্তৃত নিজস্ব নেটওয়ার্ক রয়েছে। গ্রামে গ্রামে ঘুরে এরই মধ্যে একটি ভালো অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছন তিনি। তার সমর্থকদের বিশ্বাস এবার তিনিই চেয়ারম্যান পদে জয়লাভ করবেন।
অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাতেমা-তুজ-জোহরা রীনা তার স্বামী প্রয়াত চেয়ারম্যান খায়রুল হোসাইন মনুর জনপ্রিয়তা,নিজস্ব ব্যক্তিগত পরিচিতি আর সাধারণ সমর্থকদের অকুন্ঠ সহযোগীতায় ইতোমধ্যে নির্বাচনী মাঠে নিজের অবস্থান সুসংহত করতে পেরেছেন।
বিশেষত নারী ভোটারদের মধ্যে নারী প্রার্থী হিসাবে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পেরেছেন বলে তার সমর্থকদের বিশ্বাস। তাদের মতো মোট ভোটারের অর্ধেক মহিলা।মহিলা ভোটাররা যদি রীনার প্রতি একটু সহানুভূতি দেখান তবে সহজেই বাজিমাত করতে পারবেন তিনি।
তবে অনেকের মতে নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রধান প্রতিদ্বন্দ্বীদের জনপ্রিয়তার পারদ উঠানামা করবে এবং শেষ পর্যন্ত যে কেউই অল্প ভোটের ব্যবধানে জয়ী হতে পারেন ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান পদে।

Developed By The IT-Zone