ঢাকাবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের চেক প্রতারক মিজান এখন জেলে

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৭, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে কাজী নোমান আহম্মেদ মিজান নামের এক ব্যক্তি একাধিক স্থান থেকে ইট কিনে ইটের মূল্য চেকের মাধ্যমে পরিশোধ করেন। পরে ইট ভাটার মালিকরা ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখেন একাউন্টে টাকা নেই।

চেক ডিজঅনার হলে আদালতে মামলা দায়ের করলে আদালত ওই ব্যক্তিকে জেলে পাঠানোর আদেশ করেন। মিজান মাধবপুর সাতপাড়িয়া এলাকার মৃত কাজী শামসুল ইসলাম (চান মিয়ার) ছেলে।

জানা যায়, মিজান মাওলানা মোখলেছুর রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময়ে ইট কিনে চেকের মাধ্যমে ৭ লক্ষ ৭ হাজার টাকা পরিশোধ করেন। এরপর সমপরিমাণ টাকা ব্যাংক একাউন্টে না থাকায় ইটভাটার মালিক মিজানের বিরুদ্ধে ২০১৯ সালের ১৯ নভেম্বর যুগ্ন দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।

পরবর্তীতে প্রয়োজনীয় তদন্ত পর্যালোচনা করে বিজ্ঞ আদালতের যুগ্ন দায়রা জজ মিথিলা ইসলাম গত ২ অক্টোবর চেকে উল্লিখিত অর্থের দ্বিগুণ অর্থাৎ ১৪ লক্ষ ১৪ হাজার টাকা এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এরপর থেকেই অভিযুক্ত মিজান পলাতক ছিল। গত ৭ নভেম্বর চুপিসারে তার বসতঘর সাতপাড়িয়া আসলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়।

এছাড়া শায়েস্তাগঞ্জ সুরাবই এলাকার বাসিন্দা মোঃ আঃ মন্নাফ ছেলে মোঃ শফিকুল ইসলাম নামের আরেক ব্যক্তি মিজানের বিরুদ্ধে ২০১৭ সালের বিভিন্ন সময়ে একাধিক কিস্তিতে ১০ লক্ষ টাকার ইট কিনে একইভাবে চেকের মাধ্যমে মূল্য পরিশোধ না করার অভিযোগ করেছেন।

পরবর্তীতে সমপরিমাণ অর্থ ব্যাংকে না থাকায় তিনিও চেক ডিজঅনার মামলা করেছেন। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত ৫ জুলাই মিজানের মালামাল ক্রোকের আদেশ প্রদান করেন। এ

বিষয়ে মামলার বাদী শফিকুল ইসলাম জানান, মালামাল ক্রোক এর আদেশ এখনও কার্যকর করা হয়নি। আমার মত মিজান অনেকের সাথেই প্রতারণা করেছে আমি এই প্রতারক এর উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

মাওলানা মোখলেছুর রহমান নামের আরেক ব্যক্তি ২০১৯ সালে মিজানের বিরুদ্ধে প্রায় ১৪ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলা দায়ের করেন মামলা নং ৩৯৯/২০১৯ এই মামলায় বিজ্ঞ আদালত মিজানকে তিন বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

এছাড়াও মাধবপুর ও চুনারুঘাট এলাকার একাধিক ইটভাটা থেকে ওই ব্যক্তি ইট কিনে নগদ টাকা পরিশোধ না করে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করার অভিযোগ পাওয়া গেছে।

তবে কেউই এখন পর্যন্ত ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেননি। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

 

Developed By The IT-Zone