হবিগঞ্জের মাধবপুরে ফ্যাক্টরী থেকে রাতে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন।
জানা যায়, গত ৮ জানুয়ারি রাতে সায়হাম নিট কম্পোজিটে কর্মরত ওই নারী শ্রমিক কাজ শেষে ইঠাখোলা বইট্টা বাড়িতে যাওয়ার পথে শাকিল সহ ৪জন তার পথ রোধ করে জোরপূর্বক একটি জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
স্হানীয় ভাবে ঘটনা সালিশে নিস্পত্তি করার চেষ্টা চলে। কিন্তু বিচার না পেয়ে থানায় শনিবার রাতে মামলা করেন ধর্ষণের শিকার নারী ওই রাতেই পুলিশ প্রধান অভিযুক্ত আসামি শাকিল কে গ্রেপ্তার করে।
এরই ধারাবাহিকতায় (১৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি-আব্দুল্লাহ-আল-নুমান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা বাজার হইতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী মোঃ বাদশা মিয়াকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বাদশা মিয়া মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের বাসিন্দা মৃত সাজু মিয়া পুত্র পরবর্তীতে গ্রেফারকৃত আসামী’কে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মামলা নং ২০, তারিখ ১৫/০১/২০২২, ধারাঃ- ৯ (৩) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মূলে হস্তান্তর করা হয়।