জালাল উদ্দিন লস্করঃ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘরে স্থানীয় সামাজিক সংগঠন আবাবিল সোসাইটি বরাবরের মতো এবারও পবিত্র ঈদ উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া অসহায় লোকজনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
এ উপলক্ষে বুধবার (১২মে) বিকেল সোসাইটির নিজস্ব কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত অনুষ্টানের আয়োজন করা হয়। আবাবিল সোসাইটির সভাপতি মোঃ রাসেল লস্করের সভাপতিত্বে ও ইয়াসিন খান সবুজের সঞ্চালনায় এ অনুষ্টানে আমন্ত্রিত অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শহীদুল ইসলাম ইসলাম বাবু, শেখ কামরুল হাসান,আবু তাহের লস্কর, আবু ছালেক,অলিউর রহমান লস্কর,আব্দুল হক চৌধুরী,আফসার চৌধুরী,জুনায়েদ আহমেদ লস্কর,জালাল উদ্দিন লস্কর,মাহমুদ খা সোহাগ ইয়াসিন চৌধুরী প্রমুখ।

ছবি : মাধবপুরের শিমুলঘরে আবাবিল সোসাইটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
অনুষ্টানে আবাবিলের কর্মকর্তাবৃন্দ ও গ্রামের মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।আজকের অনুষ্টানে উপহার প্যাকেহে ৬০ টি দুঃস্ত পরিবারের প্রত্যেকটিকে ঈদ উপহার হিসাবে ১০ কেজি চাউল, ১ লিটার তেল, ১ কেজি চিনি ২ কেজি পিয়াজ ২ কেজি আলু ও ১ টি করে মুরগী প্রদান করা হয়। উল্লখ্য ২০১৮ সালে প্রতিষ্টার পর গত ৩ বছরে আবাবিল সোসাইটি সদস্যদের চাঁদার টাকায় গঠিত তহবিলের টাকা থেকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন কর্মসূচীতে প্রায় ৬ লাখ টাকা ব্যয় করেছে।