ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কের অলিপুরে সড়ক দূর্ঘটনায় শিশুসহ আহত-২০

দৈনিক আমার হবিগঞ্জ
জানুয়ারি ১১, ২০২০ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ হাবিবুর রহমান ডিউক :  ঢাকা সিলেট মহাসড়কের অলিপুরে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে আহত হয়েছেন ২০জন। জানা যায়, শুক্রবার  ( ১০জানুয়ারি) রাতে আনুমানিক ১১ টায় সিলেট থেকে ঢাকাগামী মিতালী বাস অলিপুরের রেলক্রসিংয়ের কাছে এলে রাস্তার পাশের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়, এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

গুরুতর আহতদের ১২জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্দার করে সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতরা হলেন, লিপি আক্তার(২৯), জমির হোসেন(২৫), আলীম হোসেন(২), সেলিম মিয়ার কন্যা সিমা বেগম(১৬), আলমগীরের স্ত্রী মমতাজ(২৭), রিমা আক্তার(২৭), মো: হৃদয়( ২১) প্রমুখ।

Developed By The IT-Zone