ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বীর উত্তম সি. আর দত্তের মৃত্যুতে পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর শোক

দৈনিক আমার হবিগঞ্জ
আগস্ট ২৫, ২০২০ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

রায়হান আহমেদ :  মহান মুক্তিযুদ্ধের ৪ নং সেক্টরের সেক্টর কমান্ডার ও বর্ডার গার্ড বাংলাদেশ ( তৎকালীন বাংলাদেশ রাইফেলস) এর প্রথম মহাপরিচালক মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত ( সি. আর. দত্ত) বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি।
মঙগবার (২৫আগস্ট) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

ছবি : ফাইল ছবি

প্রতিমন্ত্রীর শোকবার্তায় আরো জানান, মহান মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্তের বীরত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চির অমলিন। জাতি মহান মুক্তিযুদ্ধের এই বীরকে হারিয়ে শোকাভিভূত।
প্রসঙ্গত, বীর উত্তম সি.আর দত্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর  বয়স হয়েছিল ৯৩ বছর।
মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্তের পৈত্রিক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে।

Developed By The IT-Zone