ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করেছেন অপি, নির্ঝর

অনলাইন এডিটর
নভেম্বর ৬, ২০১৯ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

এনামুল করিম নির্ঝরের পরিবারের একজন সদস্য জানিয়েয়েছেন, ৭ জুলাই (ঈদুল ফিতরের দিন) গোপনে বিয়ের কাজটি সেরেছেন তারা। ওই সময় উপস্থিত ছিলেন নির্ঝরের বোন-দুলাভাইসহ কাছের আরও দু-একজন।

তিনি আরও জানান, ৭ জুলাই দুপুরে নির্ঝর-অপি তাৎক্ষণিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন। সেদিন রাতে ধানমণ্ডির একটি মসজিদের অফিস কক্ষে কাজীর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নবদম্পতি এই মুহুর্তে ব্যাংককে থাকায় এ প্রসঙ্গে কারও মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র বলছে, পরিচালক এবং অভিনেত্রী হিসেবে নয়, নির্ঝর-অপির সম্পর্ক গড়ে ওঠে স্থাপত্য শিল্পকে কেন্দ্র করে। গত সাত মাসে সেই সম্পর্ক পরিণয়ে গড়ায়।

বিয়ের পরপরই নাকি অপি করিম স্বামী নির্ঝরের বাসায় সংসার গুছিয়েছেন। আপাতত পরিকল্পনা নেই কোনও আনুষ্ঠানিকতারও।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘আহা!’ চলচ্চিত্রের নির্মাতা এনামুল করিম নির্ঝরের এটা তৃতীয় বিয়ে। ২০১১ সালের ৩ এপ্রিল মডেল তানজিকার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। নির্ঝরের প্রথম পক্ষে রুদ্র নামের পুত্রসন্তান আছে।

২০০৭ সালের ২৭ অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০১১ সালে ফের বিয়ে করেন নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জলকে।

Developed By The IT-Zone