৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে সিলেট বিভাগীয় পর্যায়ে আয়োজিত কর্মসূচীতে বানিয়াচংয়ের সুফিয়া-মতিন মহিলা কলেজসহ হবিগঞ্জ জেলার চার প্রতিষ্ঠান কৃতিত্ব অর্জন করেছে।
মঙ্গলবার (১৪ জুন) সিলেট রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বিভাগীয় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা থেকে জেলা পর্যায়ের কুইজ ও প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠান।
এতে দলীয় কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি স্কুল, জুনিয়র গ্রুপে প্রকল্প উপস্থাপনে ২য় স্থান অধিকার করেছে বিয়াম ল্যাবরেটরী স্কুল, সিনিয়র গ্রুপের প্রকল্প উপস্থাপনে ৩য় স্থান অধিকার করেছে সুফিয়া মতিন মহিলা কলেজ এবং বিশেষ গ্রুপের প্রকল্প উপস্থাপনে ২য় স্থান অধিকার করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব।