বাহুবলে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় এক পথচারী শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা অনুমান ১২টার দিকে হরিপাশা গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার হরিপাশা গ্রামের রাস্তা দিয়ে প্রতিনিয়ত ট্রাক্টর দিয়ে মাটি আনা নেওয়া করা হয়ে থাকে। এতে ট্রাক্টর বেপরোয়া চলাচলে স্থানীয়দের আতংক দেখা দেয়। এরই মাঝে মঙ্গলবার বেলা ১২টার দিকে মাটি বোঝাই একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছিল।
এমতাবস্থায়, ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পথচারী সামিউল আহমেদ (৮) নামের এক শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়। নিহত সামিউল আহমেদ ওই গ্রামের আহাদ মিয়ার পুত্র।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই জসিম উদ্দিন, আশীষ তালুকদার, এম এ ফারুক সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে।
অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান জানায়,এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।