বিগত ২০১৬ সালে নির্বাচনে ব্যালেট পেপার ছিনতাই মামলার আসামি আজমল হোসেন চৌধুরী ষষ্ঠ ধাপের ৩১জানুয়ারী আসন্ন ইউ/পি নির্বাচনে বাহুবল উপজেলার বাহুবল ৪নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন।
উল্লেখ্য, আজমল হোসেন চৌধুরীর বিরুদ্ধে বাহুবল উপজেলার ৫৯নং ভোটকেন্দ্র রামপুর চা বাগান অফিস প্রিসাইডিং অফিসারের কক্ষে ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশ করে সরকারি কর্তব্য কাজে বাধা দান ও বল প্রয়োগ করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগে বাহুবল মডেল থানায় মামলা হয়। যাহার মামলা নং ৯৪/১৯।
বাহুবল ৪নং সদর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬জন মনোনয়ন প্রত্র দাখিল করেছিলেন। প্রতাহারে শেষ দিনে চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন প্রত্র প্রতাহার করেন।
তারা হলেন বাহুবল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী স্ত্রী মোছা: ছালেয়া আক্তার, স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন ও সাধারণ সদস্য পদে বর্তমান মেম্বার আব্দুল মালেক।
এবার ইউপি নির্বাচনে বাহুবলে ৪ জন চেয়ারম্যান,প্রার্থী। এছাড়াও সংক্ষিপ্ত মহিলা সদস্য পদে ১৩জন ও সাধারণ সদস্য পদে ৫০জন ভোটযুদ্ধে আছেন।