ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড

দৈনিক আমার হবিগঞ্জ
নভেম্বর ২৯, ২০১৯ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে স্কুল ছাত্রী সুমির বাল্যবিয়ে পন্ড করে দিয়েছেন উপজেলা প্রশাসন। বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কন্যার বাবা-মা ও বরকে যথক্রমে ৭ দিন ও ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল বিয়ে বাড়িতে পৌঁছে বাল্যবিয়ে পন্ড করে দেন।

ছবিতে কনেসহ তার পিতা-মাতা

জানা যায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খোঁজারগাঁও গ্রামের রমিজ আলীর স্কুলছাত্রী সুমি আক্তার (১৫) এর শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল একই গ্রামের হাছন আলীর ছেলে কিশোর আফজল মিয়া (১৭) র সাথে। সব আয়োজন সম্পন্ন করেছে কনের পরিবার। বাড়ির আঙ্গিনায় বাঁধা হয়েছিল রঙ্গিন কাপড়ের প্যান্ডেল। বরও এসে হাজির পেন্ডেলে। ঠিক এমন সময় বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের নির্দেশনায় বাহুবল মডেল থানার একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন সহকারী কমিশনার হিমেল রিছিল। জিজ্ঞাসাবাদে কনের পিতা-মাতা বাল্যবিয়ের অপরাধের কথা স্বীকার করলে বরসহ কনের পিতা-মাতাকে উপজেলায় নিয়ে আসে পুলিশ।

পরে বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের পিতা-মাতাকে ৭ দিন ও বর আফজল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Developed By The IT-Zone