ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে গাড়ি চাপায় সিএনজি চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৬, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ জেলার বাহুবলে অজ্ঞাতনামা গাড়ী চাপায় চাঁন মিয়া (২১) নামের এক সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬জানুয়ারি) ভোররাত ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিএনজি চালক দৌলতপুর গ্রামের ইছহাক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই সিএনজি চালক তার সিএনজি অটোরিক্সা নিয়ে মিরপুর গ্যাস পাম্পে যাওয়ার জন্য মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী অজ্ঞাতনামা একটি গাড়ী চাপ দিলে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Developed By The IT-Zone