ঢাকাবুধবার , ১১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যু

এম এ রাজা
জানুয়ারি ১১, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

বাহুবলে শীত থেকে বাঁচতে খঁড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১০জানুয়ারি) রাত ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার (১১জানুয়ারি) সকাল ১১টার দিকে পারিবারিক কবরস্থানে ওই নারীকে দাফন করা হয়।

জানা গেছে, গত ৮ জানুয়ারি রাত ৯টার দিকে উপজেলার লামাতাশি গ্রামের বাসিন্দা রহিম উল্লাহর স্ত্রী মোছা: হাছেনা খাতুন (৪০) চলমান শৈত্যপ্রবাহে ও শীতে আগুন পোহাতে গিয়ে পড়নের কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

ওই দিন তাৎক্ষণিক তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় গত মঙ্গলবার রাত ১২টার দিকে ওই মহিলার মৃত্যু হয়।

Developed By The IT-Zone