বানিয়াচঙ্গে বন্যাশ্রয় কেন্দ্রে টিন কেটে গরু চুরি করার সময় ২ চোরকে গরুসহ আটক করেছে জনতা। পরে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (২৫ জুন দিবাগত রাতে ২৬ জুন প্রথম প্রহর) রাতের প্রথম প্রহরে ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া গ্রামের শান্তিপাড়া আশ্রয় কেন্দ্রে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে শান্তিপাড়া স্কুলের পুরাতন বন্যাশ্রয় কেন্দ্রের টিনের ঘরের টিন কেটে জাতুকর্ণপাড়া (চান্দের মহল্লা) গ্রামের মৃত ছুয়াব আলীর পুত্র দুলাল মিয়া (৩০)’র দুইটি গরু (ডেকা বাছুর) চুরি করে নিয়ে যাবার সময় জনতার হাতে আটক হয় ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের বাদাউরি গ্রামের মৃত কদ্দুস মিয়ার পুত্র শাহজাহান (২৫) ও নাগেরখানা গ্রামের মৃত মুর্শেদ মিয়া ওরফে মহিউদ্দিনের পুত্র রব্বানী (২৪)।
পরে বানিয়াচং থানায় খবর দেয়া হলে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মাহামুদুল হক ঘটনাস্থলে গিয়ে চোরাই গরুসহ তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে তাদেরকে কোর্টে চালান করা হয়।