বানিয়াচঙ্গে জুয়ার আসরে হানা দিয়ে নগদ টাকা ও জুয়া খেলার উপকরণসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পুকড়া ইউনিয়নের সাহেপুর গ্রামের সানু মিয়ার পুত্র ইকবাল মিয়া (৩২), একই ইউনিয়নের আউয়াল মহল গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র আব্দুল হামিদ (৫০) ও কাটখাল গ্রামের ফুল মিয়ার পুত্র মানিক মিয়া (৩০)।
গত সোমবার (২৩জানুয়ারি) দিবাগত রাতে আউয়াল মহল বাজার (মাদানীগঞ্জ বাজার) পূর্ব দিকের তাজুল মিয়ার দোচালা টিনশেডের পরিত্যক্ত ছোট ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র নির্দেশে এএসআই (নিঃ) রিমন ঘোষ একদল পুলিশ নিয়ে উল্লেখিত স্থানে জুয়ার আসরে হানা দেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
পুলিশের সফল অভযানে উল্লেখিত জুয়াড়িরা হাতেনাতে গ্রেফতার হয়। গ্রেফতারকালে জুয়া খেলার নগদ ৫ হাজার ৫শত ৪০টাকা ও জুয়া খেলার ৩৮০ পিস তাস জুয়ার আসর থেকে জব্দ করা হয়।
পরে গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়।