বানিয়াচঙ্গে শুকরির খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
রবিবার (২২ জানুয়ারি) সকালে ৫৩ লক্ষ টাকা ব্যায়ে উপজেলার ১০ নং সুবিদপুর ইউনিয়নের অন্তর্গত পাপড়ার হাওরের ঐতিহ্যবাহী শুকরির খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন তিনি ।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্হানীয় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,দলীয় নেতৃবৃন্দ ও অত্র এলাকার বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ।
স্থানীয়রা বলেন,খালটি পুনঃখনন হলে আলমপুর ও আতুকুড়া এলাকার কৃষকরা অনেক উপকৃত হবে।পাপড়ার হাওরের কৃষি জমির পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি পাবে ফলে বাড়বে ফসল উৎপাদন।