বানিয়াচংয়ে এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বখাটেকে অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত বখাটে তাজুল ইসলাম (২৫) উপজেলা সদরের ভাদাউড়ি গ্রামের মুতি মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (৮ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড ইফফাত আরা জামান ঊর্মি ওই বখাটেকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২নং বানিয়াচং উত্তর- পশ্চিম ইউনিয়নের বড় সড়ক গ্রামের এক ভূমিহীনের কলেজ পড়ুয়া কন্যাকে বৃহস্পতিবার বিকালে এসিল্যান্ড অফিসের পাশে পেয়ে তার মোবাইল ফোন নাম্বার দিতে বলে ওই বখাটে। কলেজ ছাত্রী ফোন নাম্বার দিতে অপারগতা প্রকাশ করলে বখাটে তাকে যৌন হয়রানি করে।
এ সময় কলেজ ছাত্রী এসিল্যান্ড অফিসে ঢুকে এসিল্যান্ড ইফফাত আরা জামান ঊর্মিকে ঘটনা অবগত করলে তিনি অফিসের স্টাফদের মাধ্যমে বখাটেকে আটক করেন।
খবর পেয়ে বখাটের পিতা এসিল্যান্ড অফিসে ছুটে যান। পিতার সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুত্রকে ১০ হাজার টাকা জরিমানা করেন এসিল্যান্ড।
এ সময় জরিমানার টাকা পরিশোধ করে বখাটে পুত্রকে ছাড়িয়ে নেন পিতা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খানসহ এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।