ঢাকাবৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের আইনশৃঙ্খলা কমিটির সভা

তানজিল হাসান সাগর,বানিয়াচং
মার্চ ৩, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩রা মার্চ) সকাল ১১টায় অফিস কক্ষে চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন ৪নং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই রাকিব হাসান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, মাস্টার কবির মিয়া, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, মাস্টার আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সেক্রেটারী শিব্বির আহমদ আরজু, তোতা মিয়া চৌধুরী, সংরক্ষিত সদস্যা হেনা আক্তার দীনা, ইউপি সদস্য মামুন মিয়া, লালু মিয়া, কামাল হোসেন,বাবলু মিয়া, তথ্য উদ্যোক্তা আনছার আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

সভায় সিদ্ধান্ত হয়, মদ-জুয়া, মাদক ও বিভিন্ন অপরাধ বন্ধে যথাযথ পদক্ষেপ নিবে পুলিশ প্রশাসন। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন বিট কর্মকর্তা এসআই রাকিব হাসান।

Developed By The IT-Zone