বানিয়াচং থানা পুলিশের অভিযানে আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত তিন পলাতক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো নোয়াগাও গ্রামের মৃত একরাম উদ্দিন সরদারের পুত্র সবুজ মিয়া সরদার, চমকপুর গ্রামের আব্দুল আহাদ মিয়ার পুত্র তারেক মিয়া ও শাহজালালপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদ মিয়ার পুত্র জুলহাস মিয়া।
রবিবার (৪ ডিসেম্বর ) ভোররাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র দিকনির্দেশনায় এসআই (নিঃ) বাবুল মিয়া, এএসআই (নিঃ) খালেদ মোশারফ ও এএসআই (নিঃ) হারুন অর রশিদ একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদেরকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়।