বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় ব্রীজের গোড়ায় ভয়ানক সুরঙ্গের সৃষ্টি হয়েছে। ভেতরে ঠেসে মাটি ভরাট করে উপরে নতুন করে পিচ না করলে ধ্বসে পড়তে পারে ব্রীজের গোড়ার পুরো সড়ক। তাছাড়া এ অবস্থায় থাকলে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
এলাকাবাসী জানান, বৃষ্টি হলে কয়েকদিন পর পরই এই ব্রীজের গোড়ায় গর্তের সৃষ্টি হয়। এনিয়ে পত্রপত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষ বালিভর্তি বস্তা ফেলে গর্ত ভরাট করেন।
কিন্তু বৃষ্টির পানি বস্তার ফাঁক দিয়ে গর্তের ভেতরে ঢুকতে ঢুকতে বস্তাসহ উধাও হয়ে বর্তমানে সড়কের নিচে ভয়ানক সুরঙ্গের সৃষ্টি হয়েছে। অনেকটা ‘উপরে ফিটফাট নিচে সদরঘাট’ অবস্থার সৃষ্টি হওয়ায় যেকোনো সময় যানবাহন নিয়ে সড়ক ধ্বসে পড়ার আশংকা রয়েছে।
এ অবস্থায় এলাকাবাসী প্রাণঘাতী দুর্ঘটনা রোধ ও সড়ক রক্ষায় সুরঙ্গের ভেতরে ভালোভাবে ঠেসে মাটি ভরাটসহ গর্তের উপরিভাগে নতুন করে পিচ করার দাবী জানিয়েছেন।
এব্যাপারে ওই এলাকার বাসিন্দা সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব জানান, গত ২৮ জুলাই বিষয়টি জেলা এলজিইডি কর্তৃপক্ষকে অবগত করা হলেও অদ্যাবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।