বানিয়াচঙ্গে পুলিশের অভিযানে ১ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন শ্রীমঙ্গলকান্দি গ্রামের শের আলীর পুত্র। বৃহস্পতিবার (৮ডিসেম্বর) ভোররাতে পুলিশ তাকে নিজবাড়ী থেকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৪টায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই শুভ্র চন্দ্র দাস একদল পুলিশ নিয়ে শ্রীমঙ্গলকান্দি গ্রামের নোয়াহাটিতে অভিযান চালিয়ে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৭ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ গিয়াস উদ্দিনকে নিজবাড়ী থেকে গ্রেফতার করেন।
পরে দিনের বেলা আসামীকে আদালতে সোপর্দ করা হয়।