ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে সাংবাদিকদের পিপিই দিলেন ইংল্যান্ড প্রবাসী টিপু

দৈনিক আমার হবিগঞ্জ
এপ্রিল ২৯, ২০২০ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিককে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী বানিয়াচংয়ের সাগরদিঘির পশ্চিম পাড় খান বাড়ির বাসিন্দা সাজ্জাদ হোসেন খান টিপু।

 

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বানিয়াচংয়ে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে বুধবার দুপুরে তাদের হাতে টিপুর পক্ষে এ সব পিপিই তুলে দেন তার বন্ধু, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আগাখান।

ছবি : পিপিই হাতে সাংবাদিকগণ

টিপু বলেন, সংবাদকর্মীরা দেশের এই সংকটময় মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তারা যাতে নিজেরা নিরাপদে থেকে কাজ করতে পারেন সে জন্য তাদেরকে এই পিপিই দেয়া হল। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে সাজ্জাদ হোসেন খান টিপুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়।

Developed By The IT-Zone