বানিয়াচংয়ে সরকারি নীতিমালা অমান্য করে অবৈধভাবে মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন নিকটবর্তী বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম।
তার এই অবৈধ অপসারণ চেয়ে গত ৩১ জানুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করেছেন উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের পূর্ব তোপখানা মহল্লার মৃত আব্দুল মুকিত এর পুত্র মাসুক মিয়া।
আবেদন সুত্রে জানা যায়,বিধি বহির্ভূতভাবে মনোনীত মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে পার্শ্ববর্তী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানমকে মনোনীত করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রসার করা হয়।
বিষয়টি আবেদনকারী মাসুক মিয়ার নজরে আসলে কোন যুক্তিতে ওই প্রধান শিক্ষককে সভাপতি করা হয়েছে এই বিষয়টি জানতে চেয়ে তিনি তথ্য অধিকার আইনে বিগত ২০২২ সালের ১৪ ডিসেম্বর তারিখে উপজেলার দায়িত্বপ্রাপ্ত শিক্ষা অফিসারের নিকট একটি তথ্য প্রাপ্তির আবেদন করেন।
পরবর্তীতে তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ ডিসেম্বর তারিখে প্রদত্ত তথ্যের জবাব প্রদান করা হয়। কিন্তু আবেদনকারী মাসুক মিয়া জবাবে সন্তুষ্ট না হয়ে পরবর্তীতে গত ৩১ জানুয়ারি জেলা শিক্ষা অফিসারের বরাবর বিধি বহির্ভুতভাবে মনোনীত প্রধান শিক্ষক পারভীন আক্তার খানমের অপসারণ চেয়ে আবেদন করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়,নীতিমালার ২.৪ এবং ১.৫ এর ধারা মতে সদস্য সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা কর্তৃক মনোনীত হবেন। এ ক্ষেত্রে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেই মনোনীত হয়েছেন। যা ২০১৯ সালের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন নীতিমালার পরিপন্থী।

ছবি : অপসারণ চেয়ে জেলা শিক্ষা অফিসারের নিকট আবেদনের কপি
সুত্র জানায়,বিগত কমিটির সময় পার হয়ে যাওয়ার পর বিদ্যালয় সভাপতি পদে স্নাতক পাশ ব্যক্তিকে সভাপতি করার জন্য উক্ত বিদ্যালয়ে চিঠি প্রেরণ করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কিন্তু ওই এলাকার কাছাকাছি কোনো স্নাতক পাশ ব্যক্তি না থাকায় পার্শ্ববর্তী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন খানমকে তার বিদ্যালয় থেকে একজন সহকারী শিক্ষককে সভাপতি হিসেবে দেয়ার জন্য চিঠি প্রেরণ করে জানানো হয়।
এই চিঠি পাওয়ার পর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বিদ্যালয় থেকে কোনো শিক্ষককে না দিয়ে গোপনে নিজেই সভাপতি হবেন মর্মে জানিয়ে দেন।
পরবর্তীতে কোনো যাচাই-বাছাই না করেই প্রধান শিক্ষক পারভীন খানমকে নিয়মের বাহিরে গিয়ে সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করেন মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম।
অভিযোগ উঠেছে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়মের বাহিরে গিয়ে তাকে সভাপতি বানানো হয়েছে। বিষয়টি কয়েক সাংবাদিকের কানে আসার পর সংবাদ প্রকাশ না করতে তাদের নানা উপায়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে মর্মে একটি তথ্য নিশ্চিত করেছে। অথচ নিয়মে রয়েছে সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়ে কোনো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হতে পারবেন না।
এ ক্ষেত্রে তিনি তার বিদ্যালয়ের যে কোনো একজন সহকারী শিক্ষককে সেখানে সভাপতি হিসেবে নাম দিতে পারবেন। নীতিমালা অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা হবে সভাপতিসহ ১১ জন।
বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে তারা নির্বাচিত হবেন। এদের মধ্যে থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি বাদে অন্য সদস্যদের মধ্যে থেকে একজন সভাপতি ও একজন সহসভাপতি নির্বাচিত হবেন। তবে শর্ত হলো সভাপতিকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
পদাধিকারবলে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কিন্তু এসব কিছুর তোয়াক্কা না করে নিজ বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর নিয়ে প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম নিজেই সভাপতি হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজ করে নিজেকে এই আসনে বসিয়েছেন।
মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আফরোজা বেগমের সাথে কথা হলে তিনি জানান,আমরা কমিটির সবাই বসে শিক্ষা অফিসারের সাথে কথা বলে তাকে সভাপতি হিসেবে মনোনীত করেছি।
শুনেছি বানিয়াচংয়ের আরো কয়েকটি বিদ্যালয়েও এইভাবে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন। তাই আমরা তাকে সভাপতি বানিয়েছি। তবে আর কোন কোন বিদ্যালয়ে এভাবে প্রধান শিক্ষক সভাপতি রয়েছেন এই প্রশ্ন করলে তার কোনো সদুত্তর দিতে পারেন নি আফরোজা বেগম।
কথা হয় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পারভীন আক্তার খানমের সাথে। তিনি জানান, আমি সভাপতি হতে কোন আগ্রহী ছিলাম না। এলাকাবাসী ও বিদ্যালয়ের স্বার্থে শিক্ষা অফিসারসহ অন্যান্য সদস্যরা আমাকে সভাপতি বানিয়েছেন।
এখন যদি নীতিমালার বাহিরে হয়ে থাকে তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবে আমি সেটা মেনে নিব। আমার কোনো থাকারও ইচ্ছে নাই। আর নীতিমালাতে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতি হতে পারবেন না সেটাও স্পষ্ট কোনো উল্লেখ নাই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলামের সাথে এই বিষয়ে কথা হলে তিনি জানান. নীতিমালায় রয়েছে প্রধান শিক্ষক কর্র্তৃক একজন সহকারি শিক্ষক বিদ্যালয়ের সভাপতি হবেন। আর এই বিষয়টা নিয়ে কিছু দিন যাবত অনেক কথা রটেছে। আমি ওই বিদ্যালয়ে সরাসরি গিয়ে বিষয়টা নিয়ে কমিটির সবার সাথে কথা বলে একটা সুন্দর সমাধানের চেষ্টা করবো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদে কোনো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে পারবে না। এটা আইনেও নাই।
বিস্তারিত জানতে কথা হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলার সাথে। তিনি জানান, আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।